খেলাধুলাদেশজুড়েবিশ্বজুড়ে

আন্তর্জাতিক মোটরস্পোর্টস ইভেন্টে বাংলাদেশের শিরোপা জয়

ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক মোটরস্পোর্টস ইভেন্ট ‘ভক্সওয়াগেন অ্যামিও কাপের ২০১৯: রেস টু’ জিতেছেন বাংলাদেশের অভীক আনোয়ার। প্রথম ক্রীড়াবিদ হিসেবে কোনও আন্তর্জাতিক মোটরস্পোর্টস ইভেন্ট জিতেছেন তিনি। এছাড়া এই ইভেন্টে প্রথম রানার্স আপ হয়েছেন আরেক বাংলাদেশি ক্রীড়াবিদ আয়মান সাদাত। ভারতের ভিরাজ ঝালাকে টপকে রেস টু’য়ের প্রথম দুটি শীর্ষ পদক পেয়েছে বাংলাদেশ।

আন্তর্জাতিক ইভেন্টে প্রথমবার হলেও বাংলাদেশের র‌্যালি ক্রস চ্যাম্পিয়নশিপের শিরোপা তিনবার ঘরে তুলেছেন অভীক আনোয়ার। শিরোপা জয়ী অভীক আনোয়ার বলেন, ‘এ অর্জন আসলেই গর্বের। বাংলাদেশের জন্য গর্বের। আমার বাবার একটা আশা ছিল আমি কিছু করবো। বাবার জন্য সেটা করতে পেরে ভালো লাগছে। দেশের জন্য কিছু করতে পেরে ভাল লাগছে।’

আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের এমন অর্জনে অভিভূত ভারতের ভল্কসওয়েগেন মোটরস্পোর্টসের প্রধান শ্রীষ ভিস্সা মন্তব্য করেন, ‘রেস টু ইভেন্টের নিয়মকানুন অনেক কঠিন। এর মধ্যে প্রতিযোগিরা দুর্দান্ত পারফর্মেন্স করেছে। বিশেষ করে বাংলাদেশের দু’জন প্রথম দুটি পদক নিশ্চিত করেছে যা আমাকে অভিভূত করেছে।’

ভেন্যু সংকট আর কোচিং সুবিধার ঘাটতির কারণে এই খেলাটি বাংলাদেশে অতটা প্রচলিত না হলেও বাংলাদেশের অনেক তরুনদের মধ্যেই খেলাটি এখন জনপ্রিয়।

Related Articles

Leave a Reply

Close
Close