দেশজুড়েপ্রধান শিরোনাম
আদালতে এমপি পাপুলের স্ত্রী ও মেয়ের আত্মসমর্পণ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অবৈধ সম্পদ অর্জন ও টাকা পাচারের অভিযোগের মামলায় কুয়েতে গ্রেফতার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী শহিদ ইসলাম পাপুলের স্ত্রী সেলিনা ও মেয়ে ওয়াফা আদালতে আত্মসমর্পণ করেছে।
রোববার বিকালে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন তারা। এখন তাদের জামিনের শুনানি চলছে।
বাংলাদেশে সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলের স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম এবং তাদের মেয়ে ওয়াফা ইসলাম দুর্নীতি দমন কমিশনের মামলায় আদালতে আত্মসমপর্ণ করেছেন।
পরে পাসপোর্ট জমা দেয়ার শর্তে তাদেরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত।
এর আগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুলসহ চারজনের ৬১৭টি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দিয়েছে আদালত।
তাদের মধ্যে রয়েছেন তার স্ত্রী, সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধান।
দুদকের মামলার পর ২৮শে ডিসেম্বরের মধ্যে তাদের আদালতে আত্মসমপর্ণের আদেশ দিয়েছিলেন আদালত।
একই সঙ্গে তাদের ৯২টি তফসিলভুক্ত সম্পত্তি ক্রোকের আদেশও দেয়া হয়েছে।
বাংলাদেশে এক সঙ্গে এক আদেশে এতো বেশি ব্যাংক হিসাব জব্দ করার আদেশ দেয়ার কথা শোনা যায়নি।
দুর্নীতি দমন কমিশনের কৌঁসুলি মাহমুদ হোসেন জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছে।
রবিবার দুদকের একটি মামলায় ঢাকার মহানগর আদালত এই আদেশ দিয়েছেন।
এর মধ্যে মোহাম্মদ শহিদ ইসলাম ওরফে কাজী পাপুল ১৪৮টি ব্যাংক হিসাব, স্ত্রী সংরক্ষিত আসনের এমপি সেলিনা ইসলামের ৩৪৫টি ব্যাংক হিসাব, মেয়ে ওয়াফা ইসলামের ৭৬টি হিসাব এবং শ্যালিকা জেসমিন প্রধানের ৪৮টি ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।
অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং আইনের মামলার তদন্ত চলার সময় দুদকের পক্ষ থেকে অ্যাকাউন্ট জব্দ এবং সম্পদ ক্রোকের আবেদন করা হয়। সেই আবেদনের প্রেক্ষিতে আদালত এই আদেশ দিলেন।
/এন এইচ