বিশ্বজুড়ে

যুক্তরাজ্যে আজ থেকে করোনার টিকা প্রয়োগ শুরু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ যুক্তরাজ্যে আজ মঙ্গলবার থেকে ফাইজার-বায়োএনটেকের করোনার টিকা প্রয়োগ শুরু হচ্ছে। আর এই কার্যক্রম তদারক করবে ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। এ তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।

এদিকে যুক্তরাজ্যে আজ শুরু হতে যাওয়া করোনার টিকা কার্যক্রমকে দেশটির টিকার ইতিহাসে সবচেয়ে বড় পরিসরের কার্যক্রম হিসেবে বলা হচ্ছে। শুরুতে করোনার সম্মুখসারির যোদ্ধা হিসেবে স্বাস্থ্যকর্মী, ৮০ বছরের বেশি বয়স্ক লোকজন ও কেয়ারহোমের কর্মীরা সবার আগে করোনার টিকা পাবেন। দেশটির ন্যাশনাল হেলথ সার্ভিস-এনএইচএস টিকা দেয়ার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।

৫০টি হাসপাতাল প্রাথমিকভাবে ইংল্যান্ডে টিকা দেয়ার জন্য নির্ধারণ করা হয়েছে। স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দান আয়ারল্যান্ডের বিভিন্ন হাসপাতাল থেকেও টিকা দেয়া হবে।

এরইমধ্যে যুক্তরাজ্য ফাইজার-বায়োএনটেকের চার কোটি ডোজ টিকার ক্রয়াদেশ দিয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close