করোনাবিশ্বজুড়ে

ভারতের রাজকোটে করোনা হাসপাতালে অগ্নিকাণ্ডে ৫ জনের মৃত্যু

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতের রাজকোটে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে করোনায় আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। আগুন লাগার পর ওই হাসপাতালে করোনা আক্রান্ত ২৮ জনকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গুজরাটের উদয় শিবানন্দ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটে।

এ ঘটনায় গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়েছে, রাত ১টার দিকে উদয় শিবানন্দ হাসপাতালের আইসিইউতে লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। হাসপাতাল থেকে মোট ৩০ জনকে উদ্ধার করা হয়। সেখানে করোনা আক্রান্তদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। তিনজন হাসপাতালে মারা যান। উদ্ধার হওয়ার পর বাকি দুজনের মৃত্যু হয়।

গত আগস্ট মাসে আহমেদাবাদের একটি চারতলা কোভিড হাসপাতালেও আগুন লেগেছিল। ওই ঘটনায় মৃত্যু হয় আটজনের।

রাজকোট মিউনিসিপ্যাল কমিশনার উদিত আগরওয়াল বলেছেন, ‘আইসিইউতে মোট সাত জন করোনা আক্রান্ত ভর্তি ছিলেন। তাদের মধ্যে তিনজনের ঘটনাস্থলের মৃত্যু হয়। বাকিদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। উদ্ধার হওয়া করোনা আক্রান্তদের অন্য একটি করোনা হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close