শিক্ষা-সাহিত্য
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন হচ্ছে
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়েছিল ১৯৯২ সালে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ সংশোধন করা হয়েছিল ২০১০ সালে। ২০১০ সালের সেই আইন আবার সংশোধনের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার এক আদেশে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন’র (ইউজিসি) একজন সদস্যকে আহবায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। মানসম্মত শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে বেসরকারি পর্যায়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ও সঙ্গ ব্যবস্থাপনার জন্য ২০১০ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন, সংযোজন, পরিবর্তন বা পরিমার্জন এবং যুগোপযোগী করে প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে এই কমিটিকে।
কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ এর উপসচিব। অন্য সদস্য হলেন- বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের একজন সদস্য।
/আরএম