করোনাদেশজুড়েস্বাস্থ্য

দুদকের ৭০ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দুদকের ৭০ জনেরও বেশি কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুদকের তথ্য প্রযুক্তি অনুবিভাগের কার্যক্রমের এক পর্যালোচনা সভায় এ তথ্য তুলে ধরেন অনুবিভাগটির মহাপরিচালক একেএম সোহেল।

এদিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আয়োজিত বৈঠকে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদও উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, তথ্য প্রযুক্তি অনুবিভাগের মহাপরিচালক নিজেও আক্রান্ত হয়েছেন। এখনও তিনজন মহাপরিচালক চিকিত্সাধীন। তিনজন কর্মকর্তা-কর্মচারী এরই মধ্যে মৃত্যুবরণ করেছেন। কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের বেশকিছু নিকটাত্মীয়ও মারা গেছেন। দুদক বিটে কর্মরত কয়েকজন সাংবাদিক সহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close