দেশজুড়েপ্রধান শিরোনাম
পাপুল দম্পতিসহ, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশের বাইরে ১৪৮ কোটি টাকা পাচারের অভিযোগে কুয়েতের কারাগারে বন্দী লক্ষ্মীপুরের এমপি মোহাম্মদ শহীদ ইসলাম পাপুল, তার স্ত্রী, শ্যালিকা ও মেয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন।
দুদক সূত্রে জানা গেছে, পাপুলের শ্যালিকার ব্যাংক হিসাবে ১৪৮ কোটি টাকার অবৈধ লেনদেনের তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আর এই অবৈধ লেনদেন পাওয়ায় অনুসন্ধান কর্মকর্তা মো. সালাহউদ্দিন এ মামলা করেন।
মামলায় আসামি হয়েছে- পাপুল, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী সেলিনা ইসলাম, মেয়ে ওয়াফা ইসলাম ও শ্যালিকা জেসমিন প্রধানকে।
তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করেছেন দুদকের ঢাকার প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. সালাহউদ্দিন। পুরো অনুসন্ধান কার্যক্রম তদারক করেছেন দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন। উপ-পরিচালক সালাহউদ্দিন অভিযুক্তদের জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগটিও অনুসন্ধান করছেন।
/এন এইচ