বিশ্বজুড়ে
রাগ নিয়ন্ত্রণে ট্রাম্পকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পরামর্শ!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে ম্যাজিক ফিগার ২৭০ এর খুব কাছেই অবস্থান করছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। সময়ের ব্যবধানে নানা রকম আচরণের পাশাপাশি ভোট চুরির অভিযোগ করে আসছেন রিপাবলিকান প্রার্থী বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের এ ধরণের তৎপরতাকে কটাক্ষ করেছেন আন্তর্জাতিক পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ।
এবার সুযোগ বুঝে ট্রাম্পকেও উত্তর দিলেন গ্রেটা থুনবার্গ। ভোট গণনা বন্ধে ট্রাম্পের পুরনো একটি টুইটের ব্যঙ্গ করে থুনবার্গ লিখেছেন, ‘হাস্যকর। ট্রাম্পকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণ করতে হবে। তারপর বন্ধুদের সঙ্গে একটি ভাল পুরনো সিনেমা দেখতে যেতে হবে। চিল ডোনাল্ড চিল।’
এদিকে মার্কিন নির্বাচন শেষ হওয়ার পর এখন চলছে প্রাথমিক ভোট গণনা। ইতিমধ্যে ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন বাইডেন এবং ট্রাম্প পেয়েছেন ২১৪টি ভোট।
গ্রেটা থুনবার্গ প্রেসিডেন্ট ট্রাম্পকে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখার পরামর্শ দিয়েছেন। গত ডিসেম্বরে ‘টাইম’ পত্রিকা থুনবার্গকে পার্সন অফ দ্য ইয়ার মনোনীত করে। এরপর তাকে নিয়ে কথা তুলেছিলেন ট্রাম্প।
/এন এইচ