বিশ্বজুড়ে

তুরস্কে ভবনের নিচ থেকে ৯১ ঘণ্টা পর ৩ বছরের শিশুকে জীবিত উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভূমিকম্পে টালমাটাল তুরস্কের ইজমির শহরে ধসে পড়া একটি ভবনের নিচ থেকে ৯১ ঘণ্টা পর তিন বছরের এক শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন দেশটির উদ্ধারকর্মীরা। শহরের মেয়রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরা জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) শিশুটিকে উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, আমরা একটা অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকলাম।

এদিকে উদ্ধারকারীরা জানান, রান্নাঘরের থালাবাসন ধোয়ার সিঙ্কের নিচে শিশুটি আটকা ছিল।

এর আগে সোমবার ইজমিরের অন্য একটি ভবন থেকে তিন বছর ও ১৪ বছর বয়সী দুই মেয়ে শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। শুক্রবার তুরস্কের ইজমির প্রদেশ ও গ্রিসের কিছু অংশে সাত মাত্রার ভূমিকম্প আঘাত হানে। শক্তিশালী এই ভূমিকম্পে মঙ্গলবার পর্যন্ত এই ভূমিকম্পে নিহতের সংখ্যা এক শতাধিক ছাড়িয়ে গেছে। তারপরও ইজমিরে ভেঙে পড়া ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে মানুষ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা।

উদ্ধারকারী নুসরাত আকসয় জানান, সিঙ্কের নিচে শিশুটির অবস্থান শনাক্তের আগে তার চিৎকার শুনতে পান তিনি। আয়দা নামের শিশুটি হাত নাড়িয়ে নিজের অবস্থান জানান দেয় আর নিজের নাম বলে। উদ্ধারের পর বিশেষ কম্বলে মুড়ে শিশুটিকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close