খেলাধুলাদেশজুড়েপ্রধান শিরোনাম

বাজে আচরণের জন্য কোহলির জরিমানা

ঢাকা অর্থনীতি ডেস্ক: জরিমানা গুনলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গ করার অভিযোগে কোহলিকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি।

গতকাল বিশ্বকাপের খেলায় ইংল্যান্ডের সাউথাম্পটনে ভারতের মুখোমুখি হয় আফগানিস্তান। সেই ম্যাচে আম্পায়ারের দেওয়া সিদ্ধান্তের বিরোধিতা করে অতিরিক্ত আবেদন করে আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান (অনুচ্ছেদ ২.১) ভঙ্গ করেন কোহলি।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, আফগানিস্তানের ব্যাটিং চলাকালে ২৯তম ওভারে আম্পায়ার আলিম দারের দেওয়া একটি এলবিডব্লিউর সিদ্ধান্তের বিরোধিতা করেন কোহলি। শুধু তাই নয়, আলিম দারের দিকে ক্ষিপ্ত হয়ে তেড়েও যান ভারতের অধিনায়ক।

বিরাট কোহলির এই বাজে আচরণ মোটেও পছন্দ হয়নি আইসিসির। তাই তাঁকে এই শাস্তি দিয়েছে আইসিসি।

অবশ্য নিজের এমন বাজে আচরণের কারণে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার ও ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেওয়া শাস্তি মাথা পেতে নিয়েছেন বিরাট কোহলি। তাই এ ব্যাপারে আর কোনো আনুষ্ঠানিক শুনানি করবে না আইসিসি।

Related Articles

Leave a Reply

Close
Close