বিশ্বজুড়ে

করোনা সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় বেলজিয়ামে আবারো লকডাউন

ঢাকা অর্থনীতি ডেস্কঃ দেশটিতে করোনার সংক্রমণ ফের বেড়ে যাওয়ায় আগামী সোমবার থেকে এই লকডাউন শুরু হবে। চলবে ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত।

লকডাউনের সময় বেলজিয়ামে নিত্য প্রয়োজনীয় দোকান ছাড়া সকল দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া পাবলিক প্লেসে চারজনের বেশি জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি দোকানগুলোতে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কেনার জন্য একজন ক্রেতাকে প্রবেশ করানোর নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় বেলজিয়ামের স্কুলগুলোতে ১৫ নভেম্বর পর্যন্ত শরতের ছুটি বাড়ানো হয়েছে। বেলজিয়ামে যে রাত্রীকালীন কারফিউ ছিল সেটি বলবৎ থাকবে বলে জানা গেছে। সেই সঙ্গে পানশালা এবং রেস্টুরেন্ট বন্ধ রাখারও নির্দেশ দিয়েছে বেলজিয়াম সরকার।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close