দেশজুড়ে

মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মাদ্রাসা ছাত্রীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রোববার (২৩ জুন) ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলা করার পর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

অভিযুক্ত রাকিব আড়াইহাজার পৌরসভার নাগের নামক এলাকার মেরাজ মাস্টারের বাড়ির ভাড়াটিয়া ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন বদরপুর পাটোয়ারি বাড়ি নামক এলাকার জাকির মিস্ত্রীর ছেলে।

ছাত্রীর পরিবারের বরাতে পুলিশ জানায়, ২১ জুন রাত সাড়ে ১০টায় ঐ মাদ্রাসা শিক্ষার্থী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে আগে থেকে ওৎপেতে থাকা বখাটে রাকিব তাকে মুখ চেপে ধরে পাশেই একটি খালি কক্ষে ভোর সাড়ে ৫টা পর্যন্ত আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে। এক পর্যায়ে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রাকিব পালিয়ে যায়। পরে ওই ছাত্রী তার পরিবারের কাছে ঘটনাটি জানায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, মামলা দায়েরের পর পুলিশ রাকিবকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close