প্রধান শিরোনামব্যাংক-বীমাশিল্প-বানিজ্য

কমেছে বাণিজ্য ঘাটতি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বাংলাদেশে বাণিজ্য ঘাটতি গত বছরের একই সময়ের তুলনায় ১৮০ কোটি ডলার কমেছে। বর্তমানে এ বাণিজ্য ঘাটতি ২০৩ কোটি ৯০ লাখ ডলার। আর গত বছরের একই সময়ে এই ঘাটতি ছিল ৩৮৪ কোটি ডলার।

মঙ্গলবার ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে ভারসাম্য (ব্যালেন্স অব পেমেন্ট) প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

ব্যালেন্স অব পেমেন্টের তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বরে রফতানি প্রক্রিয়াজাতকরণ এলাকাসহ (ইপিজেড) রফতানি খাতে বাংলাদেশ ৯৬৯ কোটি ৭০ লাখ ডলার আয় করেছে। এর বিপরীতে আমদানি বাবদ এক হাজার ১৭৩ কোটি ৬০ লাখ ডলার ব্যয় করেছে। সেই হিসাবে অর্থবছরের প্রথম প্রান্তিকে বাণিজ্য ঘাটতি ২০৩ কোটি ৯০ লাখ ডলার দাঁড়িয়েছে।

এতে পণ্য রফতানি করে এই তিন মাসে বাংলাদেশের আয় আগের বছরের তুলনায় ২ দশমিক ৩৭ শতাংশ বেশি হয়েছে। বিপরীতে পণ্য আমদানির ব্যয় আগের বছরের চেয়ে কমেছে ১১ দশমিক ৪৭ শতাংশ।

দেশের অভ্যন্তরে বিনিয়োগের চাহিদা কম থাকায় আমদানিজনিত চাহিদাও কম ছিল। তাই আমদানি ব্যয় ততটা বাড়েনি। তবে দেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ চাঙা থাকায় বাণিজ্য ঘাটতি কমেছে। প্রথম প্রান্তিকে রেমিট্যান্স বেড়েছে প্রায় ৫০ শতাংশ।

এদিকে সেবা খাতের বাণিজ্য ঘাটতিও কমেছে। গত অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে এ খাতের ঘাটতি ছিল ৮৭ কোটি ৬০ লাখ ডলার। চলতি বছরে তা কমে ৫৮ কোটি ৫০ লাখ ডলারে নেমেছে।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরো জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে ৫৪ কোটি ডলারের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাংলাদেশে এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৭১ কোটি ৭০ লাখ ডলার। এ হিসাবে তিন মাসে এফডিআই কমেছে ২৪ দশমিক ৬৯ শতাংশ।

একই সময়ে নিট বিদেশি বিনিয়োগ আগের বছরের চেয়ে ৬০ শতাংশ কমে ছয় কোটি ৮০ লাখ ডলারে নেমে এসেছে। গত বছর নিট বিদেশি বিনিয়োগ ১৭ কোটি ডলার ছিল। এই সময়ে প্রবাসীরা ৬৭১ কোটি ৩০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন। গত বছর একই সময়ে তারা ৪৫১ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close