ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

ধামরাইয়ে কৃষক হত্যাকান্ডের ঘটনায় ৪ জন গ্রেপ্তার

ধামরাই প্রতিবেদক: ধামরাইয়ে কৃষক শুকুর আলীকে কুপিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দুইজন আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহা।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন জাকারিয়া হোসেন (২৬), ফিরোজ হোসেন (২৪), মনোয়ার হোসেন (২৭) ও শাহীনুর (২৯)। তাঁদের বাড়ি উপজেলার কাছইর গ্রামে। এরমধ্যে সোমবার কাছইর থেকে রাতে জাকারিয়া হোসেন ও ফিরোজ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ইতিমধ্যে তারা দুইজন হত্যাকান্ড জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। তাদের দেয়া তথ্যমতে একই এলাকা থেকে আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে মনোয়ার হোসেন ও শাহীনুরকে গ্রেপ্তার করা হয়। তাদের আগীকাল আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, জমির সীমানা ও বিলে মাছ ধরাকে কেন্দ্র করে শুকুর আলীর সঙ্গে প্রতিবেশী জাকারিয়া, ফিরোজ, মনোয়ার ও শাহীনুরের বিরোধ চলছিল। বিরোধের জের ধরে তাঁরা শনিবার রাতে শুকুর আলীকে পরিকল্পিতভাবে হত্যা করেন। তবে ঘটনার প্রত্যক্ষদর্শী না থাকায় পরের দিন অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে ধামরাই থানায় মামলা করেন নিহতের ছেলে মুখলেছুর রহমান।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গোপন তথ্যের ভিত্তিতে প্রথমে জাকারিয়া ও ফিরোজকে গ্রেপ্তার করা হয়। তাদের তথ্য মতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। মুলত জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকান্ড। এ ঘটনায় আরও যারা জড়িত আছে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Close
Close