দেশজুড়ে

ভারতের তিন রুটে ফ্লাইট চালুর ঘোষণা বিমানের

ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা থেকে ভারতের তিনটি রুটে আবারো ফ্লাইট শুরু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এগুলো হলো দিল্লি, কলকাতা ও চেন্নাই।

রোববার রাষ্ট্রায়ত্ত এই সংস্থার উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্য জানিয়েছেন।

আগামী ২৯ অক্টোবর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজের মাধ্যমে ঢাকা থেকে দিল্লিতে আকাশপথে যাতায়াত করা যাবে। এরপর ১ নভেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট চালু হবে তাদের।

এ ছাড়া ১৫ নভেম্বর ঢাকা-চেন্নাই রুটে ভ্রমণসেবায় ফিরবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে কোন রুটে সপ্তাহে কয়টি ফ্লাইট চলবে তা জানায়নি বিমান বাংলাদেশ।

যাত্রীরা বিমান সেলস সেন্টার, মোবাইল অ্যাপ, ওয়েব সাইট এবং ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকেট কিনতে পারবেন। কোভিড সংক্রান্ত শর্ত/নির্দেশনা এবং ফ্লাইট শিডিউল বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close