দেশজুড়েপ্রধান শিরোনাম

হাজতের রড বাঁকিয়ে পালালেন আসামী, একযোগে ৪১ পুলিশকে বদলি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজশাহী মহানগর ডিবি পুলিশের ৩৮ সদস্যসহ ৪১ জনকে বদলি করা হয়েছে। মঙ্গলবার এ বদলির ঘোষণা দেয়া হয়।

বদলিদের মধ্যে রয়েছেন ডিবি শাখার সহকারী কমিশনার হাবিবুর রহমান, নগর পুলিশের সহকারী কমিশনার সোনিয়া পারভীন, রাকিবুল ইসলাম ও উদয় কুমার হাসান।

এর আগে, সোমবার বিকেলে ১২ গ্রাম হেরোইনসহ নগরীর খড়বোনা এলাকা থেকে শুভ নামের এক ব্যবসায়ীকে আটক করা হয়। তাকে ডিবি পুলিশের হাজতে রাখা হয়। সন্ধ্যা ৬টার দিকে হাজতের রড বাঁকিয়ে পালিয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত শুভকে পাওয়া যায়নি। শুভ নগরীর পঞ্চবটি খড়বোনা এলাকার সেলিমের ছেলে।

নগর পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, ডিবি পুলিশের একজন সহকারী কমিশনারসহ নগর ডিবি পুলিশের ৩৮ জন এবং নগর পুলিশের তিনজন সহকারী কমিশনারকে অভ্যান্তরীণ অন্য বিভাগে বদলি করা হয়েছে। আসামি পালনোর ঘটনায় এর কোনো সম্পর্ক নেই। এটি নিয়মিত বদলির ঘটনা।

দীর্ঘ ৫-৬ বছর ধরে তারা ডিবি পুলিশে কর্মরত ছিলেন। এ কারণে পুলিশের সব ইউনিটে গতি আনতে রুটিন ওয়ার্ক হিসেবে বদলি করা হয়েছে বলেও জানান আবু কালাম সিদ্দিক।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close