আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় ৯ দফা দাবিতে ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির মানববন্ধন
আব্দুল কাইয়ুম,নিজস্ব প্রতিবেদক: ৯ দফা দাবিতে আশুলিয়ায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ডিইপিজেড শাখা।
বিআইডব্লিউটিএ এর অভিযানে ক্ষতিগ্রস্ত মালিকদের ক্ষতিপূরণ, সড়ক পরিবহণ আইন ২০১৮ এর শ্রমিক স্বার্থবিরোধী ধারাসমূহ সংশোধনসহ ৯ দফা দাবি তোলেন।
শনিবার দুপুরে বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি ডিইপিজেড শাখার উদ্যোগে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-বাংলাদেশ ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি ডিইপিজেড শাখার সভাপতি হাজী মো: মোতালেব, সাধারন সম্পাদক লুৎফর রহমানসহ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির মালিক ও শ্রমিকবৃন্দ।