ঢাকা অর্থনীতি ডেস্কঃ কলকাতা বাংলার প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। সোমবার তার করোনার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। আজ মঙ্গলবার তাকে ভর্তি করা হয়েছে কলকাতার বেসরকারি নার্সিংহোম বেলভিউতে।
গত কয়েক দিন ধরে সৌমিত্রের মৃদু জ্বর ছিল। তবে করোনার অন্য কোনো উপসর্গ ছিলনা। গতকাল তাঁর করোনা পজিটিভ আসার পর তাঁকে হাসপাতালে ভর্তি করান পরিবারের সদস্যরা। হাসপাতাল সূত্রে বলা হয়েছে, এখন তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের বয়স এখন ৮৫ বছর। ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে। উচ্চশিক্ষা গ্রহণ কলকাতায়।
প্রখ্যাত এ অভিনেতার করোনায় আক্রান্ত হওয়ার পর তাঁর সম্পর্কে খবর নিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এ অভিনেতার আরোগ্য কামনা করেছেন।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে পৌলমী বোস জানিয়েছেন, তার বাবা এখন স্থিতিশীল রয়েছেন। চিকিৎসা চলছে। টালিগঞ্জ ছবি পাড়ার তারকারা তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
/এন এইচ