দেশজুড়েপ্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ

সাভারে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা; স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদকঃ সাভার থেকে জুলেখা (৩৫) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী লিটন পলাতক রয়েছে। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার পানপাড়া এলাকার তনু ভীলা নামের একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জুলেখা কুস্টিয়া জেলার দৌলতপুর থানার বাসিন্দা বলে জানা গেছে। লিটন ওই এলাকায় তার স্ত্রী নিয়ে ভাড়া থেকে রাজমিস্ত্রীর কাজ করতো।

পুলিশ জানায়, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার তনু ভীলার একটি কক্ষ থেকে জুলেখার মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে তার স্বামী পলাতক রয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন সিকদার, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। একই সাথে লিটনকে আটকের চেষ্টা চলছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close