খেলাধুলা
আমাকে বাদ দিলে, মেসিকেও বাদ দিনঃ ডি মারিয়া
ঢাকা অর্থনীতি ডেস্কঃ আগামী মাসে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের পর্বের দুই ম্যাচের জন্য ৩০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি। কিন্তু ত্রিশ জনের এই বড় দলেও জায়গা হয়নি অ্যাটাকিং মিডফিল্ডার অ্যাঞ্জেলো ডি মারিয়ার। কী কারণে তাকে বাদ দেয়া হয়েছে, সেটিও খোলাসা করে বলেননি কোচ স্কালোনি।
ফলে স্বভাবতই চাপা ক্ষোভের জন্ম নিয়েছে ডি মারিয়ার মনে। বয়স ৩২ হলেও, এখনও চার-পাঁচ বছর খেলে যেতে যান জাতীয় দলের জার্সি গায়ে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সূত্র থেকে জানা গিয়েছে, মূলত বয়স হওয়ার কারণেই রাখা হয়নি ডি মারিয়াকে। এখন বরং নতুন তারকাদের সুযোগ দিতে চাইছে আর্জেন্টিনা।
কিন্তু মজার বিষয় হলো, আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির চেয়ে এক বছরের ছোট ডি মারিয়া। তাই যদি বয়সের কারণে বাদই দেয়া হয় ডি মারিয়াকে, তাহলে মেসিকে বাদ দেয়ার প্রশ্ন ওঠাও স্বাভাবিক। ঠিক এই প্রশ্নটাই তুলেছেন ডি মারিয়া। জানিয়েছেন বয়সের কারণে তাকে বাদ দেয়া হলে, সমবয়সী অন্যান্যদেরও দলে থাকার কারণ নেই।
ক্লস কন্টিনেন্টালকে দেয়া সাক্ষাৎকারে ডি মারিয়া বলেছেন, ‘যদি বিষয়টা বয়সের হয়ে থাকে এবং দল নতুন একটা প্রজন্মকে সুযোগ দিতে চায়; তাহলে লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, নিকোলাস ওটামেন্ডিকেও বাদ দেয়া উচিৎ। যদি বিষয়টা এমনই হয়, তাহলে সবার জন্য সমান হওয়া উচিৎ, শুধু আমার জন্য নয়।’
এসময় নিজের ফর্মের ব্যাপারে জানান দিয়ে তিনি আরও বলেন, ‘আমার বয়স ৩২ কিন্তু আমি এখনও আগের মতোই খেলছি। আমি এখনও দেখাতে পারব যে, প্রতি ম্যাচে নেইমার ও এমবাপের সমপর্যায়েই থাকে আমার পারফরম্যান্স। আমি কোনো ব্যাখ্যাই খুঁজে পাই না। আমার বলার কিছু নেই। পিএসজিতে নিজের সেরাটা ঢেলে দেই জাতীয় দলে সুযোগ পাওয়ার জন্য। তবু তারা আমাকে নেয়নি মানে তারা আমাকে চায় না।’
ডি মারিয়ার এমন মন্তব্যের পর মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ স্কালোনিও। তিনি জানিয়েছেন, কোনো খেলোয়াড়ের জন্যই দরজা বন্ধ করে দেয়নি আর্জেন্টিনা। যারা স্কোয়াডে রয়েছে, তারা মাঠে থেকে যেমন সেরাটা দেবে; তেমনি যারা সুযোগ পায়নি তাদের কাছ থেকে মাঠের বাইরে বসেই সেরাটা আশা করছেন আর্জেন্টিনা কোচ।
কাদেনা থ্রি’কে দেয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেছেন, ‘আমরা কারও জন্য দরজা বন্ধ করে দেইনি। জাতীয় দল সবার। এই মুহুর্তে অবস্থা যেমন, ভবিষ্যতেও এমন থাকবে তা কেউ বলতে পারবে না। যারা খেলার সুযোগ পাচ্ছে তারা আমাদের প্রজেক্টের অংশ হিসেবে দলকে এগিয়ে নিয়ে যাবে। যারা সুযোগটা পায়নি, তাদের উচিৎ মাঠের বাইরে থেকেই সমর্থন জোগানো।’
/এন এইচ