বিনোদন
জনপ্রিয় তারকা শ্বেতা তিওয়ারি করোনায় আক্রান্ত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় তারকা শ্বেতা তিওয়ারি করোনায় আক্রান্ত হয়েছেন। বিগ বস’ বিজয়ী এ অভিনেত্রী গত সপ্তাহে করোনায় আক্রান্ত হওয়ার পর এখন কোয়ারেন্টিনে আছেন। প্রথমে শ্বেতা তিওয়ারির অসুস্থ হয়ে পড়ার খবর শোনা গেলেও, তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যাচ্ছিল না। পরে এক সাক্ষাৎকারে শ্বেতা নিজেই তার কভিড টেস্টের রিপোর্ট পজিটিভ আসার খবর জানান।
শ্বেতা বলেন, ‘হ্যাঁ, আমার কভিড-১৯ টেস্টের রিপোর্ট পজিটিভ এসেছে। গত ১৬ সেপ্টেম্বর থেকেই আমার কাশি ও গলা ব্যাথা ছিল। আমাকে বলা হল ধারবাহিকে বরুণের সঙ্গে আমার বিয়ের দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ। তবে আমি আর ঝুঁকি না নিয়ে টেস্ট করিয়ে নি।’ তিনি জানান, ‘বাড়িতেই একটি আলাদা ঘরে আমি রয়েছি। সামাজিত দূরত্ব বজায় রাখার বিষয়ে আমার মেয়ে পলক খুবই সচেতন। এটা যে ভীষণই কঠিন সময়, সেবিষয়ে সন্দেহ নেই। সেটেও খুবই সমস্যার মধ্যে দিয়ে কাটছে। কবে যে আমরা এই মহামারী থেকে মুক্তি পাব জানি না।’
শ্বেতা আরও জানান, আমি প্রচুর পানি পান করছি। প্রথম তিনদিন খুব কষ্ট হয়েছে। তবে এখন অনেকটাই ভালো আছি। ১৭ তারিখে আমার প্রথম টেস্ট হয়। আবার ২৭ তারিখে টেস্ট করা হবে। ১ অক্টোবর পর্যন্ত বাড়িতে বন্দি থাকতেই হবে। তবে ২৭ তারিখ টেস্টের রিপোর্টের উপরই সব নির্ভর করছে।’
জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’র চতুর্থ সিজনের বিজয়ী শ্বেতা তিওয়ারি। নির্মাতা একতা কাপুরের সুপারহিট ডেইলি সোপ ‘কসৌটি জিন্দেগী ক্যায়’র জন্য তিনি সর্বাধিক জনপ্রিয়তা পান।
/এন এইচ