প্রধান শিরোনামসাভারস্থানীয় সংবাদ
সাভারে ৯টি রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান, আর্থিক জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সাভারে লাইসেন্স না নিয়ে রেষ্টুরেন্ট ব্যবসা পরিচালনার দায়ে ৯টি রেষ্টুরেন্টকে মোট ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অভিযান চালায় সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
এসময়, লাইসেন্স না নিয়ে ব্যবসা পরিচালনার দায়ে সাভারের কেএফসিকে ২০ হাজার, পিজ্জা হাটকে ১৫ হাজারসহ মোট ৯টি রেষ্টুরেন্টকে ১ লাখ ১০ হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। পাশাপাশি রেষ্টুরেন্টগুলোকে আগামী ৭ দিনের মধ্যে লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অন্যথায় রেষ্টুরেন্টগুলো স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, সাভারের অন্যান্য রেষ্টুরেন্টগুলোতেও এমন অভিযান সামনের দিকে অব্যাহত থাকবে।