দেশজুড়ে

সব নির্বাচনে ইভিএম ব্যবহার হবে: সিইসি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, বগুড়ায় শূন্য আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের পর আগামী নির্বাচনগুলোতে ইভিএমে ভোট গ্রহণ করা হবে । ‘স্থানীয় সরকার নির্বাচনে যতটুকু সম্ভব ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এবং ভবিষ্যতে সব নির্বাচনই ইভিএমে হবে। এ জন্য আইনগত কাঠামো তৈরি করা হয়েছে। বুধবার বগুড়া সদর আাসনের উপ-নির্বাচন উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। সভায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান। মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মোঃ আলমগীর হোসেন, বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূঞাঁসহ র‌্যাব, বিজিবি, আনসারের স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে সিইসি কে এম নুরুল হুদা সাংবাদিকদের বিফ্রিং করেন।

বগুড়ায় অনুষ্ঠিতব্য নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না জানিয়ে সিইসি বলেন, ‘বগুড়ায় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রয়েছে। তাই সেনা সদস্য মোতায়েন করা হবে না। তবে বুথগুলোতে ইভিএমের টেকনিক্যাল পার্সন হিসেবে সেনা সদস্যরা থাকবে। তারা নির্বাচনের দায়িত্ব পালন করবে না। ইভিএমে কোন সমস্যা হলে তারা দেখবে।

বিকেলে তিনি ভোট কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে ইভ্এিম নিয়ে মতবিনিময় করেন এবং রাতে সার্কিট হাউজে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের সাথে মতবিনিময় করেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close