ভ্রমন

২১ সেপ্টেম্বর থেকে খুলছে তাজমহল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সেপ্টেম্বরের ২১ তারিখ খুলছে আধুনিক সপ্তাশ্চর্যের অন্যতম স্থাপনা- তাজমহল। করোনাভাইরাসের বিস্তাররোধে গত ছ’মাস যাবৎ বন্ধ আগ্রার এ নির্দশন।

জুলাই মাসেই দেশটির ঐতিহ্যবাহী অনেক পর্যটনকেন্দ্র খুলে দেয়া হয়। কিন্তু, আগ্রা কর্তৃপক্ষ তাজমহল এবং লাগোয়া ফোর্ট খুলে দেয়ার সিদ্ধান্ত পিছিয়ে দেন। তারা সে সময় জানান, কিছু সংস্কার কাজের পর পর্যটকরা উপভোগ করতে পারবেন এর সৌন্দর্য্য।

তাজমহল খুলে দেয়ার ঘোষণায় স্বস্তি প্রকাশ করেন, এরসাথে জড়িত ব্যবসায়ীরাও। জানান, খুব শিগগিরই স্থাপত্যটি ফিরে পাবে আগের জনসমাগম।

করোনাভাইরাসের কারনে, ১৭ মার্চ থেকে বন্ধ ছিলো পর্যটনকেন্দ্রটি। ১৯৮৩ সালে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পায় তাজমহল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close