বিশ্বজুড়ে

ইতিহাদ এয়ারওয়েজের কর্মীদের বেতন ১০ শতাংশ কর্তনের ঘোষণা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় বৃহত্তম এয়ারওয়েজ ইতিহাদ তার কর্মীদের বেতন ১০ শতাংশ কমানোর ঘোষণা দিয়েছে। যেটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হচ্ছে। সংস্থাটির এক মুখপাত্র খালিজ টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

দুবাই ভিত্তিক এই বিমান সংস্থাটি কোভিড-১৯ এর কারণে কর্মীদের বেসিক স্যালারি কমাতে বাধ্য হয়েছেন। তারা ২০২০ সালের শেষ নাগাদ নতুন এই নিয়মটি কার্যকর থাকবে।

এছাড়াও সংস্থাটি তার কর্মীদের গত পাঁচ মাসের কাজের প্রশংসা করেছে।

এর আগে জুনে সংস্থাটির জুনিয়র স্টাফ ও কেবিন ক্রুদের বেতন ২৫ শতাংশ কমায়। আর যারা ম্যানেজেরিয়াল লেবেলে কর্মরত ছিলেন তাদের বেতন ৫০ শতাংশ কমায় সংস্থাটি।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন বিমান সংস্থা তাদের কর্মীরে বেতন কমানোর পাশাপাশি কয়েকটি কোম্পানি তাদের কর্মীদের বাধ্যতামূলক অবৈতনিক ছুটিতে পাঠায়। দেশটিতে ২০ হাজার ৫০০ জন ব্যক্তি ভিন্ন ভিন্ন বিমান সংস্থায় কর্মরত রয়েছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close