দেশজুড়ে

পীর সেজে প্রতারণা, আটক ৫

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কখনো পীর, কখনো পীরের ভক্ত- নানা পরিচয়ে নগরীতে প্রতারণা চালিয়ে যাচ্ছিলেন তারা। তাদের প্রধান টার্গেট গ্রাম থেকে শহরে আসা সহজ-সরল মানুষ। টার্গেট ঠিক করার পরই পাততেন প্রতারণার ফাঁদ। সুযোগ বুঝে টাকা-পয়সা ও মালমাল নিয়ে তারা সটকে পড়তেন।

সোমবার এমন পাঁচ প্রতারককে সিলেট পুলিশ লাইনের প্রধান ফটকের সামন থেকে আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ। পরে থানায় নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে এসব তথ্য জানায় তারা।

আটককৃতরা পাঁচজন হচ্ছেন- সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুরের মাঝাইর গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে ওমর ফারুক (৩৬), একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে শামীম মিয়া (৩০), সুনামগঞ্জ সদরের পলাশগ্রামের মৃত আব্দুল কালামের ছেলে ইসমাইল ওরফে আকবর (২৯), মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের বাগলপুর নারায়নছড়ার মৃত তৈমুছ আলীর ছেলে আহাদ (৩২) ও ময়মনসিংহ জেলার গৌরিপুরের বিরুনহাটা গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে সুলতান (৩০) ।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা জানিয়েছেন, প্রতারণা চক্রের ৫ জনকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

Related Articles

Leave a Reply

Close
Close