আশুলিয়াস্থানীয় সংবাদ

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের সাথে ধাক্কায় মেহেদী হাসান খান (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসকন খাঁন পটুয়াখালী জেলার শমশের আলম খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, বাইপাইল থেকে আশুলিয়ার দিকে যাচ্ছিলো মেহেদী হাসান। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি কাভার্ড ভ্যানের পিছিনে ধাক্কা লেগে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে গণ স্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহির উদ্দিন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Close
Close