দেশজুড়ে

বাবাকে গলা টিপে হত্যার অভিযোগে ছেলে আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলায় হোছাইন আহম্মদ খোকন (৬৫) নামের এক ব্যক্তিকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলে মেহেদী হসানের (২৫) বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৭ জুন) বিকেলে অভিযুক্ত মেহেদী হাসানকে আটক করেছে পুলিশ।

নিহত হোছাইন আহম্মদ খোকনের বাড়ি উপজেলার নারানন্দিয়া ইউনিয়নের সাহোদকোনা গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের ছেলে মেহেদী হাসান পরিবারের সম্মতি ছাড়াই গত ১০/১২ দিন আগে তার পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। এ নিয়ে বাবা-ছেলে মাঝে বিরোধ সৃষ্টি হয়। এক পর্যায়ে গত রোববার বিকেলে ছেলে মেহেদী হাসান তার বাবাকে মারধর করে।

পরে রাতে তার বাবা নিজ ঘরেরর বারন্দায় ঘুমিয়ে পড়লে সবার অজান্তে মেহেদী হাসান তার বাবাকে গলা টিপে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরদিন সোমবার সকালে বাড়ির লোকজন হোছাইন আহম্মদ খোকনের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান, এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে মেহেদী হাসানকে আটক করা হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে গলা টিপে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close