দেশজুড়েপ্রধান শিরোনাম
সাত ও চার বছরের দুই ছেলে ও স্বামীকে রেখে উধাও স্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চাঁদপুরের ফরিদগঞ্জে সাত ও চার বছরের দুই ছেলে ও স্বামীকে রেখে উধাও হয়েছেন এক গৃহবধূ। ১৭ আগস্ট বাবার বাড়ি থেকে তিনি চলে যান। তাকে ফিরে আসতে অনুরোধ জানিয়েছেন স্বামী।
এ ঘটনায় বুধবার ফরিদগঞ্জ থানায় জিডি করেছেন ওই গৃহবধূর ভাই।
জানা গেছে, ফরিদগঞ্জের গল্লাকপুর বাজারের হাজী আবদুল মান্নানের মেয়ে আফসানা বেগমের সঙ্গে ১২ বছর আগে বিয়ে হয় ফরিদগঞ্জের স্থায়ী বাসিন্দা ও রাজধানীর এক ব্যবসায়ীর সঙ্গে। তাদের সংসারে দুই ছেলে রয়েছে। স্বামীর ঢাকায় ব্যবসার সুবাদে বাবার বাড়িতেই থাকতেন গৃহবধূ আফসানা।
আফসানার ভাই জানান, ১৭ আগস্ট কাউকে কিছু না বলে দুই ছেলেকে রেখে বড় ননদের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে যান আফসানা। ওই সময় স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যান তিনি। পরে কোথাও খুঁজে না পেয়ে জিডি করা হয়।
আফসানার স্বামী বলেন, দুই ছেলের মুখের দিকে তাকিয়ে আমার স্ত্রী আফসানাকে ফিরে আসার অনুরোধ করছি। সে ফিরে এলে তাকে নিয়েই সংসার করবো।
/এন এইচ