ধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বাসের চালকসহ ৭ জনকে দণ্ড (ভিডিও)
ধামরাই প্রতিবেদক: অতিরিক্ত যাত্রী বহনসহ লাইসেন্স বিহীন অদক্ষ চালক ফিটনেস বিহীন গাড়ি, স্বাস্থ্য বিধি না মানাসহ দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগে ধামরাইয়ে চালকসহ পরিবহনের ৭ জনকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাইয়ের ঢুলিভিটা বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার।
ধামরাই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অন্তরা হালদার জানান, সরকারি বিধি না মেনে অতিরিক্ত যাত্রী বহন ও দ্বিগুন ভাড়া আদায়ের অভিযোগে ৫ চালককে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। কারাদণ্ড প্রাপ্তরা লাইসেন্স ছাড়াই গাড়ি চালাচ্ছিলো।
তিনি আরও জানান, এসময় আরও দুই জনকে ৩ হাজার ৫০০ টাকা করে আর্থিক দন্ড দেয়া হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
১৫ দিন করে দণ্ডপ্রাপ্তরা হলেন-শুভ যাত্রা পরিবহনের চালক মহসিন, হারুন , নীলাচল পরিবহনের চালক শেখ সাদী, ও সেলফি পরিবহনের চালক জসিম ও ফজলে রাব্বি। এছাড়া হেলপার হৃদয়সহ দুইজনকে আর্থিক দন্ড দেয়া হয়।
এসময় যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে ধামরাই থানার পুলিশ মোতায়েন ছিল।
ভিডিও দেখুন: