বিশ্বজুড়ে
কাজের পরিবেশ নেই, লেবানন থেকে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের
ঢাকা অর্থনীতি ডেস্ক: লেবাননের বৈরুত বিস্ফোরণের দুই সপ্তাহ পার হলেও স্বাভাবিক হয়নি লেবাননে থাকা বাংলাদেশিদের জীবন। অর্থনৈতিক মন্দা, অন্যদিকে বিস্ফোরণের কারণে কাজ হারিয়ে দিশেহারা প্রায় ৫০ হাজার প্রবাসী। ভবিষ্যৎ নিয়ে তারা পড়েছেন শঙ্কায়। আর দূতাবাস বলছে, দেশটিতে কাজের আর পরিবেশ নেই, তাই পর্যায়ক্রমে ফিরিয়ে আনা হচ্ছে বাংলাদেশিদের।
বৈরুত বিস্ফোরণ শুধু একটি শহরই ধ্বংস করেনি, এলোমেলো করে দিয়েছে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির স্বপ্ন। স্বচ্ছল জীবনের আশায় লেবাননে গিয়েছিলেন যে প্রবাসীরা, তারাই এখন স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ছেন। অসহায় জীবনে পাশে নেই কেউ। বিস্ফোরণ হয়েছে যে বন্দর এলাকায়, সেখানে কাজ করতেন ২০ হাজারের বেশি বাংলাদেশি। তারা এখন পুরোপুরি বেকার। অন্যদিকে আগে থেকেই চলা অর্থনৈতিক মন্দা আরও জেঁকে বসেছে পর্যটন নির্ভর দেশটিতে।
লেবাননের বাংলাদেশ দূতাবাস বলছে, সংকট সহসাই কাটবে না। তাই আগ্রহীদের দেশে ফিরিয়ে আনার ওপরই জোর দেয়া হচ্ছে।
পর্যটন নির্ভর দেশটিতে দেড় লাখের বেশি বাংলাদেশির বাস। যার মধ্যে অবৈধ ৪০ হাজার। বৈধ-অবৈধ মিলিয়ে প্রায় ৮০ হাজার নারী কর্মী রয়েছেন দেশটিতে।