দেশজুড়েপ্রধান শিরোনাম
ওসি মোয়াজ্জেমের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আদালত থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। তাঁর জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।
আজ সোমবার (১৭ জুন) বেলা ২টার দিকে তাঁকে সাইবার আদালতে তোলা হয়। সেখানেই তাঁর জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁকে এরপর কারাগারে পাঠানো হয়।
এর আগে পরোয়ানা জারির ২০ দিন পর গতকাল রোববার (১৬ জুন) রাতে শাহবাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বিতর্কিত ওসি মোয়াজ্জেম হোসেনকে।
উল্লেখ্য, আগুনে পুড়িয়ে হত্যার করা ফেনীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও করে ইন্টারনেটে ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছিলো মোয়াজ্জেমের বিরুদ্ধে। ব্যারিস্টার সাইয়্যেদুল হক সুমন মামলাটি দায়ের করেন।