দেশজুড়েপ্রধান শিরোনাম
ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বুধবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে এক নোটিশে এ তথ্য দেয়া হয়েছে।
ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের কাছ থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত ঢাকা-আবুধাবি রুটের ফ্লাইট চলাচল অনির্দিষ্টকালের জন্য বাতিল করা হলো।
দুবাই, কুয়ালামালপুর ও লন্ডন রুটের ফ্লাইট ছাড়া বাকি সব আন্তর্জাতিক ফ্লাইট ৩১ আগস্ট পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ঢাকা থেকে ম্যানচেস্টারের ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে বিমান।
আবুধাবিতে বিমানের সপ্তাহে ছয়টি ফ্লাইট যেত। গতকাল সাপ্তাহিক ফ্লাইট সংখ্যা কমিয়ে ২ এ আনা হয়। তবে আজ অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট বাতিলের ঘোষণা দেয়া হলো।
/এন এইচ