প্রধান শিরোনামবিনোদন

করোনায় আক্রান্ত খ্যাতিমান চিত্রশিল্পী “মুর্তজা বশীর”

ঢাকা অর্থনীতি ডেস্কঃ খ্যাতিমান চিত্রশিল্পী মুর্তজা বশীর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ৮৮ বছর বয়সী এ চিত্রশিল্পীকে বৃহস্পতিবার রাত দেড়টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করার পর করোনা সংক্রমণের পরীক্ষা করা হলে আজ সন্ধ্যায় ফল পজিটিভ এসেছে।

জানা গেছে, মুর্তজা বশীর দীর্ঘদিন ধরেই হৃদরোগ, ফুসফুস ও কিডনি জটিলতায় ভুগছেন। পরে বৃহস্পতিবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।

চিত্রশিল্পী মুর্তজা বশীর ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ছেলে। তিনি ১৯৩২ সালের ১৭ আগস্ট ঢাকায় জন্মগ্রহণ করেন। এ চিত্রশিল্পী এর আগেও বিভিন্ন শারীরিক জটিলতা নিয়ে একাধিকবার হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৮০ সালে একুশে পদক পান মুর্তজা বশীর। একই কাজে স্বাধীনতা পুরস্কার পান ২০১৯ সালে। কর্মজীবনে তিনি দীর্ঘদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান হিসেবে কর্মরত ছিলেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close