আশুলিয়াস্থানীয় সংবাদ
আশুলিয়ায় বন্যার্ত এলাকায় ভেলায় ওঠাকে কেন্দ্র করে মারামারি
আবদুল কাইয়ূম, নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ায় বন্যার্ত এলাকায় ফোমের তৈরী ভেলায় ওঠাকে কেন্দ্র করে দুইপক্ষের মাঝে মারামারি ঘটনা ঘটেছে। এসময় উভয়পক্ষের দুইজন একতলা ছাদ থেকে পানিতে পড়ে যায়। এঘটনায় ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ করেছেন।
বুধবার(১২ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পশ্চিম বাইপাইলের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।
মারধরের শিকার পোশাক শ্রমিক আসমা আক্তার জানান, আশুলিয়ার পশ্চিম বাইপাইলের শান্তিনগর এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বাসা থেকে চলাচলের জন্য ফোম দিয়ে একটি ভেলা ব্যবহারকে কেন্দ্র করে আমার ভাড়া বাসার ম্যানেজারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ম্যানেজারসহ তার পরিবারের সবাই মিলে আমাকে মারধর করে আহত করে। এসময় বিভিন্ন ভয়-ভীতি ও প্রাণ নাশের হুমকি দেয় তারা। পরে প্রথমিক চিকিৎসা নিয়ে এসে এই বিষয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করি।
তবে এ সব অভিযোগ মিথ্যা দাবি করে বাড়ির কেয়ারটেকার জানান, উল্টো ওই নারী জোর করে ভেলা নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। বাঁধা দিলে আমাদের উপর চড়াও হয়। আমাদের হামলা করে।
অভিযোগের সত্যতা স্বীকার করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো. ফরিদুল আলম বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/আরএম