বিশ্বজুড়ে
মাস্ক না পরায়, মাঝ আকাশে ২ বিমানযাত্রীর মধ্যে রক্তাক্ত মারামারি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মাঝ আকাশে উড়ন্ত অবস্থায় রয়েছে বিমান। আর সেখানেই মাস্ক পরিধান না করায় শুরু হয়ে গেল তুমুল মারামারি। প্রথমে কথা কাটাকাটি, পরবর্তীতে একেবারে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই বিমানযাত্রী।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। এ ঘটনা ঘটেছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডম থেকে স্পেনের ইবিজাগামী কেএলএম রয়্যাল ডাচের একটি বিমানে।
একে করোনা আবহে বিমান যাত্রায় সামাজিক দূরত্বের পাশাপাশি আরও অনেক নিয়মকানুন যেখানে মানা হচ্ছে, সেখানে যাত্রীদের মধ্যে মারামারির দৃশ্য দেখে অবাক হয়েছেন অনেকেই। তাও আবার উড়ন্ত বিমানেই এই কাণ্ড!
ভিডিওতে যেখানে দেখা যায়, দুই বিমানযাত্রী একে অপরকে ঘুষি, থাপ্পড় মারছেন। তাদেরকে আটকাতে অন্য যাত্রীদেরও হিমশিম অবস্থা হয়। এ পর্যায় দেখা যায় একজনের নাক-মুখ বেড়ে রক্ত ঝড়ছে।
কেউ কেউ দাবি করেছেন, দু’জনের মধ্যে একজন যাত্রী মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন ৷ দুই ব্যক্তিকেই গ্রেফতার করেছে পুলিশ। মাস্ক পরা নিয়েই এই দ্বন্দ্বের শুরু। শেষপর্যন্ত তা হাতাহাতিতে চলে যায়।
/এন এইচ