প্রধান শিরোনামবিশ্বজুড়ে
লেবাননে ভয়াবহ বিস্ফোরণে দু’জন বাংলাদেশি নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে দু’জন প্রবাসী বাংলাদেশি। আহত ৪ হাজারের বেশি। এ ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে দেশটি।
বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরণে বন্দরে নোঙ্গরকৃত জাহাজ- বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে থাকা ১৯ নৌবাহিনী সদস্য গুরুতর আহত। একজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাই বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
লেবানিজ কর্তৃপক্ষের শঙ্কা, এখনও ধ্বংসস্তুপের নীচে চাপা অনেকে। তাই, বাড়তে পারে প্রাণহানি; চলছে উদ্ধার তৎপরতা।
মঙ্গলবার স্থানীয় সময় বিকালে প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী বৈরুত। তীব্রতার কারণে ১০ কিলোমিটার দূরের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক প্রধান জানান, বিস্ফোরক রাসায়নিক পদার্থের একটি গুদামে বিস্ফোরণের সূত্রপাত। গেলো ছয় বছর ধরে গুদামটিতে প্রায় ৩ হাজার টন বিস্ফোরক দ্রব্য, অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিলো।
এদিকে আজ জরুরি বৈঠকের পর, দু’সপ্তাহের জরুরি অবস্থা জারির ঘোষণা দিতে পারেন লেবাননের প্রেসিডেন্ট।
এন এইচ