দেশজুড়েপ্রধান শিরোনাম
জামালপুরে দুই মাথাবিশিষ্ট মহিষের বাচ্চা জন্ম
ঢাকা অর্থনীতি ডেস্কঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জের চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মুকিরচর গ্রামে দুই মাথাবিশিষ্ট মহিষের বাচ্চা জন্ম নিয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সাবেক ইউপি সদস্য বাদশা মণ্ডলের বাড়ির পাশে মহিষের এ দুই মাথাওয়ালা বাচ্চা জন্ম নেয়।
এটি দেখার জন্য আশপাশের মানুষ সেখানে ভিড় জমাচ্ছে। সাবেক মেম্বার বাদশা মণ্ডল বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। মহিষের বাচ্চাটির দুটি মাথা থাকায় ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন তুলেছে। তবে জন্মের কিছু সময়ের মধ্যেই বাচ্চাটি মারা যায়।
উল্লেখ্য, মহিষের বাচ্চাটির ৪টি চোখ, দুটি মুখ, দুটি মাথা, চারটি কান নিয়ে জন্মে।
/এন এইচ