দেশজুড়েপ্রধান শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে তরুণদের সর্বনাশ করে এরা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ঝিনাইদহ শহরের বিভিন্ন এলাকায় অসুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে একটি চক্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। পুলিশ এ চক্রের দুই নারী সদস্যসহ তিনজনকে আটক করেছে।
শনিবার ব্ল্যাকমেইল করে এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের খবর পেয়ে ব্যাপারীপাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় প্রতারক চক্রের সুমী, তন্নী খাতুন ও বিদ্যুৎ কুমার নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পরে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
ঝিনাইদহ সদর থানা পুলিশের ওসি মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে মোবাইলে প্রেমের ফাঁদ পেতে প্রতারণার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে আসছিল তারা। পাশাপাশি নগ্ন ছবি তুলে যুবকদের ব্ল্যাকমেইল করছিল। শনিবার রাতে মোবাইল নম্বর ট্র্যাকিং করে শহরের ব্যাপারীপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
/এন এইচ