প্রধান শিরোনামবিনোদন
জায়েদ খান চলচ্চিত্রের দুর্গন্ধ, তার পতন চাইঃ মালেক আফসারী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চিত্রনায়ক জায়েদ খানকে চলচ্চিত্রের দুর্গন্ধ বলে মন্তব্য করেছেন মাস্টার মেকার খ্যাত নির্মাতা মালেক আফসারী। মঙ্গলবার (২৮ জুলাই) এক গণমাধ্যমের সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, চিত্রনায়ক জায়েদ খান চলচ্চিত্রের দুর্গন্ধ। তার পতন চাই। এই চলচ্চিত্র শিল্পকে ধ্বংস করে দিচ্ছেন এই জায়েদ।
মালেক আফসারী বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি। আমাদের কোনো অনুদান লাগবে না, কোনো প্রণোদনা লাগবে না। শুধু এই জায়েদ খানকে এফডিসি থেকে সরিয়ে দিন।
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে এ নির্মাতা বলেন, আইনশৃঙ্খলা বাহিনী আপনারা এই জায়েদ খানকে সহযোগিতা করবেন না। এই জায়েদ খান চলচ্চিত্রকে দুইভাগে বিভক্ত করেছেন। দয়া করে তাকে আপনারা কোনো ধরনের সুযোগ দিবেন না।
জায়েদ খানকে উদ্দেশ্য করে মালেক আফসারী বলেন, জায়েদ তুই একলা চালাক দুনিয়ায়, সবাইকে নিয়ে গেইম খেলবি। এই জায়েদ খান প্রশাসনের ভয় দেখিয়ে শিল্পীদের বাসায় থাকতে দেয়নি। দিনের পর দিন ভুক্তভোগী শিল্পীরা অন্যদের বাসায় ঘুমিয়েছে। এসকল তার অপকর্মের কারণে আজ চলচ্চিত্র শিল্পের রেশারেশি অবস্থার সৃষ্টি হয়েছে।
/এন এইচ