প্রধান শিরোনামশেয়ার বাজার

শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট বীমা কোম্পানির দাপট

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত সপ্তাহজুড়ে শেয়ারবাজারে দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখিয়েছে বীমাখাত কোম্পানি। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার শীর্ষ ছয়টি স্থানের মধ্যে পাঁচটিই দখল করেছে বীমা কোম্পানি।

এর মধ্যে ঢাকা ইন্স্যুরেন্স গত সপ্তাহজুড়ে বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগের জন্য পছন্দের শীর্ষে ছিল। ফলে সপ্তাহটিতে কোম্পানিটির শেয়ারের দামে বড় উত্থান হয়েছে। এর মাধ্যমে ডিএসইতে দাম বাড়ার তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে কোম্পানিটি।

বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ারের প্রতি বেশ আগ্রহ দেখালেও এক শ্রেণির বিনিয়োগকারী তাদের কাছে থাকা প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি করতে চাননি। ফলে সপ্তাহজুড়ে কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯ কোটি ৭৫ লাখ ৬৩ হাজার টাক। এতে প্রতি কার্যদিবসে গড়ে লেনদেন হয়েছে ১ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা।

তবে কিছু বিনিয়োগকারী প্রতিষ্ঠানটির শেয়ার কিনতে বেশ আগ্রহ দেখানোয় সপ্তাহজুড়েই শেয়ারের দাম বেড়েছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩০ দশমিক শূন্য ৪ শতাংশ। টাকার অংকে প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ৮ টাকা ২০ পয়সা।

সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ৩৫ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ২৭ টাকা ৩০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির মোট শেয়ারের ৬১ দশমিক ৩৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৩০ দশমিক ২৫ শতাংশ। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৮ দশমিক ১৮ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক ২২ শতাংশ শেয়ার আছে।

লভ্যাংশের তথ্য অনুযায়ী, ২০১৮ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। তার আগের বছর ২০১৭ সালে সাড়ে ১২ শতাংশ, ২০১৬ সালে ১২ শতাংশ এবং ২০১৫ সালে সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। তার আগের ২০১৪ সালে ৭ শতাংশ, ২০১১ সালে ২৫ শতাংশ এবং ২০১০ সালে ১০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে পায় শেয়ারহোল্ডাররা।

গত সপ্তাহে দাম বাড়ার শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানটি দখল করেছে পাইওনিয়ার ইন্স্যুরেন্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২২ দশমিক ৪৯ শতাংশ। শীর্ষ পাঁচে বীমা কোম্পানির বাইরে থাকা একমাত্র কোম্পানিটি হলো ‘জেড’ গ্রুপের জিল বাংলা সুগার মিল। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২০ দশমিক ৯৭ শতাংশ।

এছাড়া দাম বাড়ার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা এশিয়া ইন্স্যুরেন্সের ১৮ দশমিক ৮৮ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ১৭ দশমিক ৩৪ শতাংশ, ফিনিক্স ইন্স্যুরেন্সের ১৫ দশমিক ৫২ শতাংশ, শ্যামপুর সুগার মিলের ১৫ দশমিক ৯৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৫ দশমিক ১৯ শতাংশ, ঢাকা ডাইংয়ের ১৩ দশমিক ১৬ শতাংশ এবং এডিএন টেলিকমের ১২ দশমিক ৭৭ শতাংশ শেয়ারের দাম বেড়েছে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close