বিনোদন
২০ বছর পর শৈশবের প্রেমিকের সঙ্গে দেখা মেহজাবিনের
ঢাকা অর্থনীতি ডেস্কঃ মানুষের জীবনে এক অনন্য অনুভূতি সৃষ্টি করে শৈশবের প্রেম। কারোর ক্ষেত্রে সে প্রেম পরিনতি পায় আবার কারো ক্ষেত্রে সেটি পায় না। শৈশব পেরিয়ে সে প্রেমের ধারাবাহিকতা কারো জীবনে থেকে যায় আবার কারোর বা সেখানেই শেষ হয়ে যায়।
তেমনি একটি প্রেমের গল্প নিয়ে নির্মিত হলো নাটক ‘কেনো?’। যে গল্পে দেখা যায় আবির এবং রায়মার প্রেমের মাঝে এসে দাঁড়ায় রাজনীতি, পারিবারিক পছন্দ অপছন্দসহ বিবিধ জটিলতা। পরে তারা দু’জনেই দূরে সরে যায়। কিন্তু ২০ বছর পরে ঠিকই আবার শৈশবের সেই প্রেমের সঙ্গে দেখা যায় তাদের। নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন রহমান হিমি।
নাটকে আবি এবং রায়মায় চরিত্রে আফরান নিশো এবং মেহজাবি চৌধুরী ছাড়াও আরো অভিনয় করেছেন- রুমানা ঈশিতা, মেহজাবিন চৌধুরী, তৌসিফ মাহবুব, মিলি বাসার, সাবিহা জামান, ফখরুল বাসার মাসুম প্রমুখ।
আরটিভির ঈদ উল আজহার অনুষ্ঠানমালায় নাটক ‘কেন?’ প্রচার হবে ঈদের দিন রাত ১১টা ৩০মিনিটে।
/এন এইচ