দেশজুড়েপ্রধান শিরোনাম

স্যানিটাইজারের সংস্পর্শে জ্বলন্ত সিগারেট, চিকিৎসক দম্পতি দগ্ধ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীতে হ্যান্ড স্যানিটাইজারের সংস্পর্শে আসা জ্বলন্ত সিগারেট থেকে আগুন লেগে মারাত্মক দগ্ধ হয়েছেন এক চিকিৎসক দম্পতি।

মঙ্গলবার (২১ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হাতিরপুল এলাকার একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোসার্জন রাজীব ভট্টাচার্য (৩৬) ও তার স্ত্রী শ্যামলীর ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের চিকিৎসক অনুসূয়া ভট্টাচার্য (৩২)।

তারা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

এ বিষয়ে বার্ন ইন্সটিটিউটের চিফ কোঅর্ডিনেটর বলেন, “শরীরের ৮৭% পুড়ে যাওয়ায় রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তার স্ত্রী অনুসূয়ার শরীরের ২০% পুড়ে গেছে।”

রাজীবের বন্ধু ডা. সুদীপ দে জানান, একটি বড় গ্যালন থেকে ছোট বোতলে হ্যান্ড স্যানিটাইজার ঢালার সময় ধুমপান করছিলেন রাজীব।

তিনি বলেন, “জ্বলন্ত সিগারেটে হ্যান্ড স্যানিটাইজার লেগে যাওয়ায় আগুন ধরে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিভিয়ে তাকে বাঁচাতে গেলে রাজীবের স্ত্রীর গায়েও আগুন লাগে। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।”

৬ বছর আগে ওই দম্পতি বিয়ে করেন বলে জানান রাজীবের চাচাতো ভাই তপু ভট্টাচার্য।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র বলেন, “প্রত্যক্ষদর্শীরা জানান, স্যানিটাইজার ঢালার সময় রাজীবের সিগারেট থেকে আগুনের সূত্রপাত। তবুও আমরা অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে কাজ করে যাচ্ছি।”

আগুন লাগার সময় এই দম্পতির শিশু সন্তান নানাবাড়ি অবস্থান করছিল।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close