আশুলিয়াদেশজুড়েপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ

আশুলিয়ায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী মনা মিয়া গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ২০১০ সালের অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামী মনা মিয়াকে (৫০) গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফজর আলী। এর আগে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মনা ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চানগাও এলাকার মৃত আব্দুস সাত্তার মিয়া ওরফে সফাই ফকির ওরফে হাইসার ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মনা মিয়ার বিরুদ্ধে ২০১০ সালে অস্ত্র মামলা দায়ের হয়। সেই মামলায় ২০১৯ সালের ডিসেম্বর মাসে তার ১৭ বছরের সাজা দেওয়া হয়। এতদিন সে পলাতক ছিল। পরে মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে আশুলিয়ার চাঁনগাঁও এলাকার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ফজর আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close