দেশজুড়ে

মাদকের আসামি ধরতে নদীতে ঝাঁপ, র‌্যাব কর্মকর্তার মৃত্যু

নিজস্ব প্রতিবেদকঃ পাঁচবিবিতে মাদকের আসামি ধরতে নদীতে ঝাঁপ দিয়ে ডুবে জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের সাহেদুজ্জামান নামের এক সহকারি পরিদর্শকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ই জুলাই) বিকেলে পাঁচবিবির ছোট যমুনা নদীতে এ ঘটনা ঘটেছে। মৃত সাহেদুজ্জামান দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার তেনা গ্রামের রিয়াজ ইসলামের ছেলে।

এ সময় র‌্যাব সদস্যদের দেখে মাদকসেবীরা পালানোর চেষ্টা করে। পরে তাদের ধাওয়া করলে মাদকসেবীরা নদীতে ঝাঁপ দেয়। সাহেদুজ্জামানও তাদের ধরতে নদীতে ঝাঁপ দেয়।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমেনুল করিম জানান, শনিবার বিকেলে র‌্যাব সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা সময় পাঁচবিবি উপজেলার বড়মানিক যমুনার তীরে মাদকসেবীদের ধাওয়া করে ৪ জনকে আটক করলেও একজন নদীতে ঝাঁপ দেয়। এ সময় জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের এস আই শাহেদুজ্জামান ওই আসামিকে ধরতে নদীতে ঝাঁপ দেন। ঘটনার অনেক পর নদী থেকে শাহিদকে উদ্ধার করে পাঁচবিবির মহীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close