ধামরাইস্থানীয় সংবাদ
ধামরাইয়ে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ১, আহত ৫
ধামরাই প্রতিবেদকঃ ধামরাইয়ে বাস-কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের মাঝে চাপা পড়ে সুমন (৩২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেলে ধামরাইয়ের জয়পুরা এলাকার পাল সিএনজির সামনে এ ঘটনা ঘটে। নিহত সুমন মাগুরা সদরের লক্ষীকান্ড গ্রামের বাসিন্দা। তিনি একটি বেসরকারি সার্জিক্যাল কোম্পানিতে চাকরি করতেন।
পুলিশ জানায়, নিহত সুমন মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্য রওয়া দেয় সুমনসহ দুইজন। পরে ওই এলাকায় পৌছলে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের সাথে মানিকগঞ্জগামী নিলাচল পরিবহনের একটি যাত্রবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় কাভার্ড ভ্যানের পিছনে থাকা মোটরসাইকেল আরোহী সুমন নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ড ভ্যানের পিছিনে ধাক্কা দেয়। পরে পিছন থেকে ধামরাই পরিবহনের আরেকটি মিনি বাসা মোটর সাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এঘটনায় বাসের যাত্রীসহ আহত হয় অন্তত ৫ জন।
ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, নিহতের মরদেহ উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।