প্রধান শিরোনামবিশ্বজুড়ে
এই সেই ফাহিমে সালেহর খুনি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ নিউইয়র্কের ম্যানহাটন এলাকার নিজ অ্যাপার্টমেন্টে খুন হন বাংলাদেশের রাইড শেয়ারিং অ্যাপ পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহ। পুলিশ বাসা থেকে ফাহিমের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে।
জানা গেছে, পাওনা টাকা ফেরত চাওয়ায় ফাহিম সালেহকে হত্যা করে তার সাবেক ব্যক্তিগত সহকারী টাইরেস ডেভন হাসপিল। পুলিশ সূত্রের বরাতে এনওয়াই ডেইলি নিউজ এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাসপিল ফাহিমের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। ফাহিমের কাছ থেকে কয়েক হাজার ডলার আত্মসাৎ করেন হাসপিল। যা ফাহিম একটা সময় জানতে পারেন, হাসপিল তার কাছে থেকে বড় অঙ্কের অর্থ হাতিয়ে নেন। কিন্তু তিনি পুলিশকে না জানিয়ে বরং সহকারী হাসপিলকে অর্থ ফেরত দেয়ার জন্য চাপ দেন। এরপরই এ হত্যাকাণ্ড ঘটে।
তদন্তকারীরা জানান, ফাহিমকে খুন করা হয়েছে সোমবার। আর ম্যানহাটনে ২২ লাখ ডলারে কেনা তার বিলাসবহুল অ্যাপার্টমেন্টে মরদেহ পাওয়া যায় পরদিন মঙ্গলবার। তারা আরো বলছেন, ফাহিমের ক্রেডিট কার্ড ব্যবহার করেই হত্যাকারী হাসপিল হত্যার স্থান পরিষ্কার করার জন্য উপকরণ কেনেন। পরের দিন তিনি আবার অ্যাপার্টমেন্টে ফিরে মরদেহ ইলেকট্রিক করাত দিয়ে খণ্ড-বিখণ্ডে করেন এবং স্থানটি পরিষ্কার করেন।
লিফটের ভেতরে থাকা ক্যামেরায় দেখা গেছে, হত্যাকারী তার অবস্থানের চিহ্ন মুছতে ব্যাটারিচালিত একটি পোর্টেবল ভ্যাকুয়াম ক্লিনার ব্যবহার করেছেন।
/এন এইচ