দেশজুড়েপ্রধান শিরোনাম

টাঙ্গাইলে একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ টাঙ্গাইলের মধুপুরে একটি বাড়ি থেকে একই পরিবারের চারজনের গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পৌর এলাকার উত্তরা আবাসিক এলাকা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, গণি মিয়া, কাজিরন ওরফে বুচি, ছেলে তাজেল ও মেয়ে সাদিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুইদিন ধরে বাড়িটি তালাবদ্ধ ছিল। শুক্রবার ভোরে গণি মিয়ার শাশুড়ি এসে বাইরে থেকে তালা লাগানো দেখে ডাকাডাকি করেন। সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসীর সহায়তায় তালা ভেঙে ভেতরে গিয়ে চারজনের লাশ পড়ে থাকতে দেখা যায়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন টাঙ্গাইলের অ্যাডিশনাল এসপি (ডিএসবি) সফিকুল ইসলাম।

তিনি জানান, দুইদিন আগে তাদের হত্যা করা হয়েছে। লাশগুলো গলাকাটা ও থেতলানো। ঘটনা তদন্ত করে হত্যার কারণ জানা যাবে।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close