দেশজুড়েপ্রধান শিরোনাম
‘ইতালি ফেরত ১৫১ জনকে কোয়ারেন্টাইনে থাকতে হবে’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ করোনাভাইরাস ইস্যুতে ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশের ১৫১ জনকে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ইতালি থেকে কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইট, ১৫১ জন বাংলাদেশি নাগরিককে নিয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর, ঢাকায় অবতারণ করবে। বাংলাদেশে ফেরত আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা এবং তাদের কোভিড-১৯ পরীক্ষা করে রিপোর্ট অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
করোনাভাইরাস ইস্যুতে সম্প্রতি ১৫১ জন বাংলাদেশি যাত্রীকে দেশটিতে প্রবেশ করতে দেয়নি ইতালি সরকার। বাংলাদেশ থেকে কাতার এয়ারওয়েজের একটি ট্রানজিট ফ্লাইটে ইতালি যাওয়া ওই যাত্রীদের পুনরায় ঢাকায় ফেরত পাঠানো হচ্ছে।
বাংলাদেশিদের বহনকারী বিমানটি বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
/এন এইচ