তথ্যপ্রযুক্তিবিশ্বজুড়ে

ব্ল্যাকহোল থেকে আলোর ঝিলিক

ঢাকা অর্থনীতি ডেস্ক: ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর মহাবিশ্বের এমন একটি জায়গা, যেখান থেকে কোন কিছুই ফিরে আসে না। এমনকি আলোর মতো তড়িৎচুম্বকীয় বিকিরণও রেহাই পায় না। কিন্তু সম্প্রতি নাসার বিজ্ঞানীরা দাবি করেন, ব্ল্যাক হোল থেকেও নাকি আলো বেরিয়ে আসছে।

সান ডিয়েগোর কাছে পালোমার অবজারভেটরিতে বসানো ‘জুইকি ট্রানসিয়েন্ট ফেসিলিটি-জেডটিএফের টেলিস্কোপেই ধরা পড়েছে রহস্যময় ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা আলোর রশ্মি।

নাসার বিজ্ঞানীদের মতে, মহাকর্ষীয় তরঙ্গের পাশাপাশি হয়তো এই আলোর ঝিলিকই ব্ল্যাক হোলের রহস্যজগতের বার্তাবাহক হিসেবে কাজ করবে। সংস্থাটি আরও জানায়, এই আলোর ঝিলিক দেখা গেছে একে অন্যের চারদিকে ঘুরতে ঘুরতে কাছে এসে পড়া দুটি ব্ল্যাক হোলের মধ্যে খুব জোরে সংঘর্ষের কারণে। ওই সংঘর্ষে তুলনায় ছোটখাটো দুটি ব্ল্যাক হোল মিলে গিয়ে একটি বড় ব্ল্যাক হোলে পরিণত হয়েছে। আর তা থেকেই আলোর ঝিলিকটা বেরিয়ে আসতে দেখা গেছে।

Related Articles

Leave a Reply

Close
Close